বরিশাল বাণী:
বরিশাল সিটি করপোরেশনের রোড ইন্সপেক্টর হাসান আল তালুকদার সাফা এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও আহত হয়েছেন। এরপর তার বাস ভবনে ব্যাপক ভাংচুর চালিয়েছে সন্ত্রাসীরা। ভয়ে আতংকে এখন পুরো পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন হামলার শিকার এই কর্মকর্তা। গত ৩ নভেম্বর সন্ধ্যায় নগরীর এমএ জলিল সড়কের মুনসুর কোয়ার্টারে এ ঘটনা ঘটে। পরে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী বিসিসির রোড ইন্সপেক্টর হাসান আল তালুকদার সাফা বরিশাল বাণীকে জানিয়েছেন, তার বাসার ভাড়াটিয়ার ছেলে মিলন মাঝি তার সন্ত্রাসী দলবল নিয়ে এ হামলা চালিয়েছে। রক্তাক্ত ও লন্ডভন্ড হওয়া সেই ঘর তালাবদ্ধ রেখে এখন তারা জীবনে নিরাপত্তা হিনতায় ভুগছেন। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তাছাড়া মেয়র মহোদয়কেও বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
