রাজনীতিক থেকে সাংবাদিকে রূপান্তরিত ফেরদৌস আহমেদ কোরেশী অনেক আগে তাঁর এক নিবন্ধে লিখেছিলেন, বটবৃক্ষ ছায়া দেয়, আশ্রয় দেয়; পাখিসহ নানান প্রানীর খাদ্য যোগায়। আশ্রয় ও ভরসার প্রতীক বটবৃক্ষ। আবার এই বটবৃক্ষের আশ্রয়-প্রশ্রয়ে থেকেই কিছু উল্লুক ও বাদর পাতা ছেড়ে, ডাল ভাঙ্গার চেষ্টা করে, বিষধর সাপ কোটরে লুকিযে থাকে। তবে এতে বটবৃক্ষ কিছু মনে করে বলে মনে হয় না।
বাংলাদেশের মিডিয়ার বটবৃক্ষ নঈম নিজামের সঙ্গে আজ বেশ কিছুক্ষণ আলাপচারিতায় আমার মনে হচ্ছে, ফেরদৌস আহমেদ কোরেশী ঠিকই বলেছেন……।
জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট ’আলম রায়হান’ এর ফেসবুক থেকে নেয়া।
