“বন্ধু মানে”
—-মোহাম্মদ এমরান
বন্ধু মানে-
অবারিত সমূদ্র-
যেখানে হাজারো কস্ট নিয়েও একটা ডুব দিলে সকল কস্টই দূর হয়ে যায় নিমেষে।
বন্ধু মানে-
অসীম আকাশ-
যেখানে নিরাপদে উড়ে বেড়ানো যায় যখন খুশি, যেমন খুশি, যেদিক খুশি।
বন্ধু মানে-
বিস্তীর্ন প্রান্তর-
যেখানে বিচরন করা যায় নির্ভয়ে, নির্দিধায়, কঠিন ঘোর অন্ধকারে কিংবা সোনালী সূর্যর বর্ণালী অালোয়।
বন্ধু মানে-
কঠিন পাহাড়-
যে কিনা বিপদে আপদে আগলে রাখবে শক্ত করে, স্বার্থ বিনা, ভালবাসার চাদরে।
বন্ধু মানে-
বহমান ঝর্ণা-
যে কিনা অশ্রু ঝড়ায়ে, কোমলতা ছড়ায়ে, হৃদয়ে হারায়ে, অহরহ বয়েই চলে প্রখর রোদেলা দুপুরের তৃষ্ণাতুর মনে শীতলতার বারতা নিয়ে।
বন্ধু মানে————————————————————
১৪/১১/২০১৮ইং