১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ববিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২২টি বিভাগের ক্রিকেট দল নিয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া৷

বুধবার (১৫ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হয়।

এ সময় ববি উপাচার্য বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সুস্থভাবে গড়ে ওঠার ক্ষেত্রে খেলাধুলার কোনো বিকল্প নেই। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠবে। এ সময় তিনি টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার জন্য সবার কাছে সহযোগিতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দফতর ও ক্রিকেট ক্লাবের যৌথ আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের উপদেষ্টা আবিদুর রহমান সেরনিয়াবাত, প্রক্টর মো. আব্দুল কাইউম, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক সৈয়দ আশিক-ই-এলাহী, ববি ক্রিকেট ক্লাবের প্রধান উপদেষ্টা ড. তারেক মাহমুদ আবিরসহ প্রমুখ৷

আগামী ২৯ মে টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ