নিজস্ব প্রতিনিধি ::: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগ পরিচয়ধারীদের মধ্যে অন্তঃকোন্দলের জেরে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
হামলায় আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রক্টর ড. আবদুল কাইয়ুম।
এ ঘটনায় আহতরা হচ্ছেন- অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহনাফ তাহমিদ ও মারুফ শাহরিয়ার এবং কম্পিউটার ও প্রকৌশল বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রিয়াতুল আজিম।
এ ব্যাপারে ববি গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ পরিচয়ধারী নেতা মোবাস্বির রিদম বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে অনাকাঙ্খিত এ ঘটনা ঘটেছে। বিষয়টি বড় কোনো কিছু নয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম বলেন, আহত সকলকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আহতদের শেবাচিম হাসপাতালে পাঠিয়েছি। ক্যাম্পাসের পরিস্থিতি পুরোপুরি শান্ত আছে।