মির্জা আহসান হাবিব ঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে ও জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
১৯ ফেব্রুয়ারী শুক্রবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ববিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত পটুয়াখালীর শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী বাহাউদ্দিন আবির এর উপস্থাপনায় ববি’র ঘুমন্ত শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃস্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখে ববি ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আহমেদ শান্তা, ববির শিক্ষার্থী সানবীর রপহমান সজীব, রুবেল, হৃদয়, হাফিজ আর রহমান, ঢাবি’র শিক্ষার্থী আদনান হাবিব খান, জাবি’র ফাইজার আহমেদ শাওলিন প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে অর্ধশত শিক্ষার্থী।
