৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

বরগুনায় জাল ভোট দিতে গিয়ে আটক ৬

বরগুনা প্রতিনিধি :: বরগুনা পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে আসায় ৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ জানুয়ারি) ভোটগ্রহণের শেষ সময়ে বরগুনা সরকারি কলেজে ১ নম্বর কেন্দ্রের ৬, ৭, ৮ নম্বর বুথ থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটককৃতরা হলেন- নাইম(১৮), রেজাউল করিম(১৯), ইয়াসিন আরাফাত(২০), মাসুদ(২১), জাহিদুল ইসলাম রাব্বি (২১) ও জাফর (২৬)।

ভোটকেন্দ্র সূত্র জানায়, জাল ভোট দেয়ার উদ্দেশে ভোট কেন্দ্রে আসেন তারা। জাল ভোট বুথের নির্বাচনী কর্মকর্তাদের কাছে অভিযোগ করলে তারা তাদের জালিয়াতি ধরে ফেলেন।

১ নং ওয়ার্ডের কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল নিজামী বলেন, তারা ভোট দিতে এসে তাদের ভোট নাম্বার দেখালে সেটা জাল বলে প্রতীয়মান হওয়ায় তাদেরকে আটক করা হয়। ভোটগ্রহণ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ