নিজস্ব প্রতিবেদক : বরগুনার রামনা থানায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ও বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় দুই দফায় তাদের উপর এ হামলা চালানো হয়। হামলায় আহতরা হলো ওই থানার ৩নং রামনা গ্রামের বাসিন্দা আনসার উদ্দিন হাওলাদারের ছেলে স্বপন হাওলাদার(৩৮)। স্বপন হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম(৩২) ও মেয়ে চাঁদনী আক্তার(১৪)। আহতরা বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মোনতা উদ্দিনের ছেলে সুলতানের পেঁপে গাছের তিনটি পাতা খায় স্বপন হালদার এর ছাগলে। এনিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ঘটনার দিন সুলতানের নেতৃত্বে রতন, ঈসা আলম, ফারুক, মাসুদ, ইসমাইল, হেলাল সহ আট দশজন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে আহতদের উপর হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করা হয়। বর্তমানে তারা এ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরও জানান।
