১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরগুনার তালতলিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে যুবক কে হাতুরি পেটা

নিজস্বপ্রতিবেদক :বরগুনার তালতলি থানা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের কেন্দ্র করে বেল্লাল মল্লিক (৩৫) নামের এক যুবকে হাতরি পেটা করছে প্রতিপক্ষরা।গত রবিবার সন্ধা সাড়ে ৭ টার দিকে এঘটনা ঘটে।পরে স্থানীয়রা আহত বেল্লাল কে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে শেবাচিমের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করে।আহত সূত্রে জানাগেছে প্রতিপক্ষ শাহজাহানের সাথে দির্ঘ১ বছর যাবৎ ৬ সতাংস জমি নিয়ে বিরোধ চলে আসছে।

তারা আরো জানায় এ নিয়ে মামলা হলে ওই সম্পতি রায় বেল্লালদের পক্ষে আসে।অথচ গত রবিবার শাহজাহানের পরিবার জোর পূর্বক ওই সম্পতির মাটি কাটতে শুরু কের। পরে। পরে বেল্লাল গং তালতলি থানায় জানালে থানাপুলিশ সোমবার সকাল ১০ টায় বসে মিমাংসার কথা জানায়।এদিকে শাহজাহান গংরা বেল্লালের পরিবারদের মারধরের হুমকি হুমকি দেয়।বেল্লাল সন্ধার দিকে তার মাকে নিয়ে মামা বাড়ি যাবার পথে হামিদের বাড়ির দরজার সামনে বসে পূৃব পরিকল্পিত ভাবে হামলা চালায়।

এ সময় মালেক হাং,জসিম মল্লিক,নাসির খা,হেলাল খা,রাসেল,সবুর হাং,বাবুল,বাইজিদ শাহজাহান,কামাল খা,রহিমা,নাসিমা,জেসমিন,রহিম ২, হামলা চালায়।এ সময় বেল্লাল কে হোন্ডা থেকে নামিয়ে হাতুরি দিয়ে পিটিয়ে গুরত্বর যখম করে।পরে স্থানীয়রা আহতর ডাকচিৎকারে ছুটে এসে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে শেবাচিমে প্রেরন করে।তারা আরো জানায় মারধরের সময় বেল্লালের গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্নের চেইন ও স্মার্ট ফোন ছিনিয়ে নেয়।এ বিষয়ে মামলার প্রস্ততুতি চলছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ