১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বরগুনায় আরও ১২ জনের করোনা শনাক্ত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরগুনা প্রতিনিধি :: বরগুনায় ২৪ ঘণ্টায় নৌবাহিনীর অফিসার ও শিক্ষকসহ ১২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৫৮৭ জনের সংক্রমণ শনাক্ত হলো। এদের মধ্যে ১৩ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫ জন। জেলায় মোট সুস্থ হয়েছে ৩০৭ জন।

সিভিল সার্জন কার্যালয়েরর স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়ক খান ছালামতউল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলার মধ্যে সদর উপজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি।এ উপজেলায় মোট কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা ৩০৩ জন।

বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ১২ জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় ১১ জন, এবং পাথরঘাটায় ১ জন করে রয়েছেন।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

সর্বশেষ