বামনা (বরগুনা) সংবাদদাতা :: বরগুনার বামনা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির হাওলাদার-এর একমাত্র ছেলে মোঃ রুম্মান হাওলাদার (৩৫) করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতেই মৃত্যু হয় তার।
বামনা হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, রুম্মান প্রায় ২৫ দিন ধরে জ্বর, সর্দি কাশি ও শ্বাসকষ্টে ভুগতেছিল। তিনি তার পরিবারের তত্ত্বাবধানে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। গত ১৯ জুলাই করোনা টেস্ট করতে নমুনা দেন। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ল্যাব ইউনিট থেকে গতকাল বুধবার তার করোনা রিপোর্ট নেগিটিভ আসলেও আজ বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ২ কণ্যা, পিতা-মাতাসহ অসংখ্য গুনাগ্রহী রেখে যান।