১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

বরগুনায় ছেলের শাবলের কোপে বাবা নিহত!

বরগুনা প্রতিনিধি :: বরগুনায় জমিজমা বণ্টন নিয়ে বিরোধের জেরে ছেলের শাবলের কোপে আয়নার মীর নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে জামাল মীরকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা সদর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা বণ্টন নিয়ে আয়নার মীরের সঙ্গে তার ছোট ছেলে জামাল মীরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে শাবল দিয়ে বাবাকে কোপ দেয়। চিৎকার শুনে তাকে ‍উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আয়নাল মীরের বড় ছেলে কালাম মীর জানান, দীর্ঘদিন ধরে তিন ভাইদের মধ্যে জমিজমা বণ্টন নিয়ে ঝামেলা ছিল। এর জের ধরে ছোট ভাই জামাল এ ঘটনা ঘটায়।

এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমরা অভিযান চালিয়ে হাসপাতালের সামনে থেকে নিহতের ছেলেকে গ্রেফতার করি। জামাল নিজেই বাবাকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ