১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরগুনায় দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

বরগুনা প্রতিনিধি :: বরগুনায় লঞ্চে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৭টায় বরগুনার আমতলী উপজেলায় ঢাকা থেকে আসা ‘সুন্দরবন-৭’ লঞ্চে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির ওসি খন্দকার জাকির হোসেন।

গ্রেপ্তার হাবিবুর রহমান তামিম (২৩) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মধুপাড়া ধানখালি স্বপ্নের ঠিকানা এলাকার সহিদ শিকদারের ছেলে এবং একই এলাকার রিয়াজ গাজী (৩৫) মো. রহমান গাজীর ছেলে।

খন্দকার জাকির আরও জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে দুই কেজি গাঁজা নিয়ে আসার খবর শুনে সকালে সুন্দরবন-৭ লঞ্চে অভিযান চালিয়ে হাবিবুর রহমান তামিম ও রিয়াজ গাজী নামে ‘দুই মাদক ব্যাবসায়ীর’ কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তাদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ