২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফল স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত গলাচিপায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় স্বাধীনতা দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে দুমকিতে স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল ছাত্রদল নলছিটিতে ছাত্রদলের আয়োজনে কুরআন তেলওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া 'একজন আপোষহীন নেত্রী' — আবু নাসের মো: রহমাতুল্লাহ শেবাচিম এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নগরীতে চাঁদা না দেয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ  মেহেন্দিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, হাসপাতালে ভর্তি ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরগুনায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৬ লাখ টাকার মাছ মে*রে ফেলল দুর্বৃত্তরা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আমতলী (বরগুনা) প্রতিনিধি ::: বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের বেতমোড় গ্রামের জালাল ফকিরের পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৬ লক্ষাধিক টাকার দেশীয় ও বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২১ জুন) রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে জানান মৎস্য চাষী জালাল ফকির।

শনিবার (২২ জুন) সকালে পুকরের পার্শ্ববর্তী বাড়ির কুদ্দুস হাং নামের এক ব্যাক্তি হাঁস নিয়ে বিলে যাওয়ার সময় পুকুরে মরা মাছ ভাসতে দেখে মৎস্যচাষী জালাল ফকিরকে খবর জানান।

ভুক্তভোগী মৎস্যচাষী জালাল ফকির জানান, কে বা কারা রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করে তার এ ক্ষতি করেন। এতে পুকুরে থাকা ২০/২৫ মণ মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।

জানা যায়, চাওড়া ইউনিয়নের বেতমোড় গ্রামের মৎস্য চাষী মো. জালাল ফকিরের নিজ বাড়ির পার্শ্ববর্তী প্রায় ১০ শতক জমিতে পুকুর কেটে মাছ চাষ করছেন। পুকুরটিতে চাষ করা পাঙ্গাস, বিগহেড, সিলভার কার্প, শিংক, রুই, কাতলসহ দেশীয় বিভিন্ন প্রজাতির ৬ লক্ষাধিক টাকার মাছ মারা যায়।

মৎস্য চাষি জালাল ফকির আরও জানান, রাতে আধাঁরে দুর্বৃত্তরা আমার পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে এতে ২০-২৫ মণ মাছ মারা গেছে। ঋণের টাকা নিয়ে মাছ চাষ করেছি। এখন আমার কি হবে? তারা আমাকে রাস্তায় নামিয়ে দিল আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। যারা পুকুরে বিষ দিয়েছে আমি তাদের বিচার চাই।

এ বিষয়ে আমতলী থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. সাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ