২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

বরগুনায় পুলিশ-নার্সসহ ২৪ জনের করোনা শনাক্ত

বরগুনা প্রতিনিধি :: ছবরগুনায় গত ২৪ ঘন্টায় পুলিশ, নার্সসহ নতুন করে আরও ২৪ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৪২৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

জেলার মধ্যে সদর উপজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি। উপজেলায় মোট কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা ২১০।
বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ২৪ জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় এক পুলিশ সদস্যসহ সাতজন, আমতলীতে এক পুলিশসহ ছয়জন, বামনায় দুজন, বেতাগী উপজেলায় এক নার্সসহ তিনজন, পাথরঘাটায় চারজন, তালতলীতে এক পুলিশ সদস্যসহ দুজন রয়েছেন।’

জেলায় সংক্রমণে মোট মৃত্যু হয়েছে পাঁচজনের।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাঁদের বাড়ি লকডাউন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ