১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরগুনায় ঘুমন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ভগিনীপতির বিরুদ্ধে মামলা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক ::: স্বামী প্রবাসে থাকার সুযোগে স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে ভগিনীপতির বিরুদ্ধে। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান বৃহস্পতিবার মামলাটি গ্রহণ করে পাথরঘাটা থানার ওসিকে এজাহার গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

মামলার আসামি হলেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের খাঞ্জে আলীর ছেলে আইয়ূব আলী।

অভিযোগে জানা যায়, ওই গৃহবধূর স্বামী দীর্ঘদিন বিদেশে চাকরি করেন। এ সুযোগে স্বামীর ভগিনীপতি আইয়ূব আলী গৃহবধূকে যৌন নিপীড়ন করে আসছে। গৃহবধূ প্রতিবাদ করলেও আইয়ূব আলী যৌন নিপীড়ন থেকে নিভৃত হয়নি। বিষয়টি আত্মীয়স্বজনদের মধ্য জানাজানি হলে ভগিনীপতি আইয়ূব আলী প্রতিশোধ পরায়ন হয়ে উঠে।

গত রোববার বিকালে গৃহবধূর ঘরে কেউ না থাকার সুযোগে আসামি আইয়ূব আলী ঘরের পেছনের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় জোরপূর্বক ধর্ষণ করে।

গৃহবধূর বাবা বলেন, আমার মেয়েকে জামাতার ভগিনীপতি আইয়ূব আলী জোরপূর্বক ধর্ষণ করেছে। আমি ঘটনার রাতে পাথরঘাটা থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেয় পুলিশ।

জানতে চাইলে আসামি আইয়ূব আলী বলেন, আমার বিরুদ্ধে আমার শ্যালকের শ্বশুর মিথ্যা মামলা দায়ের করেছেন। আমি সঠিক তদন্ত চাই।

পাথরঘাটা থানার ওসি আবুল বাসার বলেন, এ ব্যাপারে থানায় ওই গৃহবধূর বাবা মামলা করতে আসেননি। কেউ মামলা করতে এলে আমি মামলা নিতাম। বাদীর অভিযোগ সঠিক নয়।

সর্বশেষ