বরগুনা প্রতিনিধি :: বরগুনার খোলপটুয়া সড়কের পাশ থেকে ৫০ বছর বয়সি এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ এপ্রিল) সকালে খোলপটুয়া বাজারের পশ্চিম পাশে সড়কের পাশে এক নারীর লাশ পড়ে আছে দেখে স্থানীয়রা বামনা থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল শেষে হাসপাতাল মর্গে পাঠায়।
বামনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান বলেন, স্থানীয়রা আমাকে জানিয়েছেন ওই নারী বাকপ্রতিবন্ধী ছিলেন। তাকে গত কয়েক দিন যাবত এই এলাকায় ঘোরাফেরা করতে দেখেছে স্থানীয়রা। এবং তাকে কেউ কিছু খেতে দিলে খেতেন না। তবে কী কারণে মারা গেছে সেটা বলতে পারবো না।
পুলিশ কর্মকর্তা জানান, সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ পাওয়া যাবে।’