বরগুনা প্রতিনিধি :: বরগুনায় রিকশার সঙ্গে টমটমের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের পূর্বাচল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতদের নাম উজ্জ্বল মিয়া ও চয়ন শীল বলে জানালেও পুলিশ তাদের পরিচয় বলতে পারেনি।
এলাকাবাসী জানান, মানসিক ভারসাম্যহীন এক নারী রিকশার যাত্রীদের দিকে ইটের টুকরো ছুড়ে মারে। চালক রিকশাটি ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলে একটি টমটম এসে ধাক্কা দেয়। এতে রিকশার দুই যাত্রী আহত হন। পরে বরিশাল নেওয়ার পথে তারা মারা যান।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি তারিকুল ইসলাম।