বরগুনা প্রতিনিধি :: বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পূর্বঢলুয়া গ্রামে শোয়ার ঘরের মাটি খুঁড়ে ২৬টি বাচ্চা ও ২৭টি ডিমসহ একটি বিষধর গোখরা উদ্ধার করেছে এলাকাবাসী।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে ওই গ্রামের কামাল হোসেনের ঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শনিবার (৯ অক্টোবর) সকালে শোয়ার ঘরের মেঝেতে একটি গর্ত দেখতে পান কামাল। এ সময় গর্তের মুখে সাপের একটি খোলস পড়ে ছিল। পরে দুপুরে স্থানীয় একজন ওঝা ডেকে এনে গর্ত খোঁড়া শুরু করেন। এ সময় গর্ত থেকে একটি মা গোখরাসহ ২৭টি ডিম ও ২৬টি বাচ্চা উদ্ধার করা হয়। পরে এলাকাবাসী গোখরাসহ সাপের বাচ্চাগুলো মেরে ডিমগুলো ধ্বংস করেন।
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, যে সাপটি ধরা পড়েছে এটি গোখরা প্রজাতির। স্থানীয়ভাবে একে ‘জাতি সাপ’ বা ‘জাত সাপ’ নামেই মানুষ বেশি চেনে। এরা সাধারণত ঘরের মেঝেতে থাকে।
এ বিষয়ে মালেক ওঝা বলেন, শনিবার (৯ অক্টোবর) উদ্ধার হওয়া মা সাপটি প্রায় সাড়ে ৫ ফুট লম্বা। উদ্ধার হওয়া ডিমগুলোর মধ্যে বাচ্চা জন্মেছিল। ২ থেকে ৩ দিনের মধ্যেই ডিমগুলো থেকে বাচ্চা বের হয়ে ছড়িয়ে পড়ত। এই সাপ একসঙ্গে ১০ জনকে কামড়ে মেরে ফেলতে পারে।