৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বরগুনায় ৮৫ লাখ টাকার সেতুতে উঠতে লাগে মই, নেই সংযোগ সড়ক

বরগুনা প্রতিনিধি ::: বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামেশিপাড়া গ্রামের নিদ্রা খালের ওপর প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে এক বছর আগে সেতু নির্মাণ করা হয়। সেতুর দুই পাড়ে সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার তিন গ্রামের পাঁচ হাজার মানুষ। নিরুপায় হয়ে কাঠের মই বেয়ে সেতু পার হচ্ছেন এলাকাবাসী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামেশিপাড়াসংলগ্ন নিদ্রা খালের ওপর ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করা হয়। সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ৮৪ লাখ ৯০ হাজার টাকা। সেতুর কাজ পায় তালতলী উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু। সেতুটির নির্মাণকাজ ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ হয়। সেতুটি নির্মাণ হলেও এখনও দু’পাশে অ্যাপ্রোচ সড়ক নির্মিত হয়নি।

স্থানীয়দের ভাষ্য, এই সেতু পার হয়ে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী লাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়া-আসা করে। কোমলমতি শিক্ষার্থীরা কাঠের মই বেয়ে উঠতে গিয়ে অনেকে নিচে পড়ে আহত হচ্ছে। বৃষ্টি হলে ভয়ে শিক্ষার্থীরা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। বৃদ্ধসহ অসুস্থ মানুষ এই মই বেয়ে উঠতে পারেন না সেতুতে।

স্থানীয় কামাল নামের এক বাসিন্দা বলেন, এ সেতু যেন মরণফাঁদ। জাফর নামে একজন বলেন, সেতুটি নির্মাণ করা হলেও দুই পাশে সংযোগ সড়ক নেই। এ জন্য মানুষ হাঁটাচলা করতে পারে না। নিরুপায় হয়ে গ্রামবাসী কাঠের মই দিয়ে চলাচল করে।

সেতু বাস্তবায়নকারী মারুফ রায়হান তপু বলেন, মূল সেতুর নির্মাণকাজ শেষ। এখন সংযোগ সড়কের কাজ বাকি আছে। সেটাও কিছুদিনের মধ্যে শেষ হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহিবুল ইসলাম বলেন, সেতুর কাজ শেষ হয়েছে। তবে সংযোগ সড়কের কাজ শেষ হয়নি। এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল দেওয়া হয়নি। সেতুর কাজ শেষ করলে ঠিকাদারকে বিল দেওয়া হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ