১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বরগুনা-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন খলিলুর রহমান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরগুনা প্রতিনিধি ::: বরগুনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমানের মনোনয়নপত্র আপিলের পর বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) সকালে শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান নিজেই।

এ বিষয়ে খলিলুর রহমান বলেন, সকালে নির্বাচন কমিশনে আমার মনোনয়নপত্রের বিষয়ে শুনানি হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। এসময় উভয়পক্ষের শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এখন আর আমার নির্বাচনে অংশগ্রহণ করতে কোনও বাধা নেই।

এর আগে গত ৩ ডিসেম্বর দুপুরে মনোনয়নপত্র বাছাইয়ের সময় মৃত ভোটারকে জীবিত দেখিয়ে স্বাক্ষর নেয়ার অভিযোগে মো. খলিলুর রহমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলাম।

সর্বশেষ