কাজীরহাট প্রতিনিধি–
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন ভাষানচর এহছাকিয়া দাখিল মাদরাসার ১০ শ্রেণীর শিক্ষার্থী ও পল্লি চিকিৎসক রাওগা গ্রামের বেল্লাল ফকিরের মেয়ে লামিয়া । গত ২২ জুলাই রোজ বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় পিতার দোকান হতে বাড়ি ফেরার পথে জোর পূর্বক অপহরন করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পিতা বাদী হয়ে অপহরনের দায়ে কাজীরহাট থানায় আরিফ জোমাদ্দার, সিদ্দিক জোমাদ্দার, ইদ্রিস জোমাদ্দার, জলিল ফকির ও মালেক আকন কে আসামী করে মামলা করেন বলে জানাগেছে। লামিয়ার মা পারভিন জানায়, মেয়ে তার বাবার দোকান হতে ফেরার পথি মধ্যে আমাদের বাড়ির সন্নিকট হতে আরিফ মটর সাইকেল যোগে তুলে নিয়ে যায় জলিল ফকিরের সহযোগীতায়। লামিয়ার পিতা পল্লি চিকিৎসক বেল্লাল ফকির জানায়, বখাটে আরিফ সাত হাজার বিঘা গ্রামের মৃত্যু মোতাহার জোমাদ্দারের ছেলে । একই ক্লাসের ছাএ র্দীঘ দিন যাবৎ আমার মেয়েকে ডিস্টার্ব করে আসছে। অপহরনের ঘটনার সময় আরিফ কে সহযোগীতা করেন জলিল ফকির সহ ৩ জন। আমি কাজীহাট থানায় মামলা করলে পুলিশ এখন লামিয়া কে উদ্ধার করতে পারেনী পুলিশ। লামিয়ার চাচী জানায়, অপহরনের সময় ডাক চিৎকার করলে আমরা বের হয়ে দেখি মটর সাআেিকলে যোগে নিয়ে যাচ্ছে। কাজীরহাট থানা ওসি মোঃ সাজ্জাদ হোসেনর সাথে আলাপ করলে তিনি বলেন, ঘটনায় মামলা হয়েছে বিষয়টি তদন্ত প্রক্রিয়া চলছে।