নিজস্ব প্রতিবেদক :: বন্ধুদের সাথে নৌ-ভ্রমনে বেড়িয়ে র্কীতনখোলা নদীতে পড়ে ডুবে গেছে বরিশাল জিলা স্কুলের দশম শ্রেণীর ছাত্র ফাহাদ।
আজ শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে হিরন নগর ও স্পিড বোর্ড গাড সংলগ্ন নদীর মাঝে ঘটনাটি ঘটে।
ওই নৌকার বাকি ১১ বন্ধু তীরে ফিরে এসেছে। বর্তমানে ওই ছাত্রের সন্ধ্যানে উদ্ধারকাজে বরিশাল ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে যাচ্ছে।