১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

বরিশালের ডাকাত সর্দার বাদল শরীফ ঢাকায় গ্রেফতার

অনলাইন ডেস্ক ::: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ধোপাশুর এলাকায় আত্মগোপনে থাকা বরিশালের ডাকাত সর্দার বাদল শরীফকে (৪২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বাদল শরীফ বরিশালের বাকেরগঞ্জ থানার রবিপুর গ্রামের ওহাব শরীফের ছেলে।

শনিবার (১ এপ্রিল) এ তথ্য জানান র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির।

এএসপি এনায়েত কবির বলেন, শুক্রবার (৩১ মার্চ) ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ধোপাশুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে র‌্যাব-১০ এর একটি দল। অভিযানে বরিশালের বন্দর থানার ডাকাতি মামলার অন্যতম পলাতক আসামি ডাকাত সর্দার বাদল শরীফকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তি একটি সংঘবদ্ধ ডাকাতদলের সর্দার। তার নেতৃত্বে গত বছরের ২০ সেপ্টেম্বর বরিশালের বন্দর থানার চাঁদপুর ইউনিয়নের হিজলতলা এলাকার একটি বাড়িতে ৮ থেকে ১০ জনের ডাকাতদল ডাকাতি করেছিল। এছাড়া বেশ কিছুদিন ধরে ঢাকা-বরিশাল মহাসড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছিল তারা।

গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ