ইব্রাহিম সবুজঃঃ
বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ডিংগারহাট -খয়রাবাদ বাজার পর্যন্ত এলজিইডির প্রায় চার কিলোমিটার পাকা ইটের রাস্তাটির ইট উঠে ব্যপক খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে এই রাস্তাটি ডিংগার হাট থেকে খয়রাবাদ বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ সড়কটি ইটের সোলিং দিয়ে পাকা করা হয় কিন্তু রাস্তাটির অধিকাংশ যায়গায় ইট না থাকায় এ সমস্যার সৃষ্টি হয় এছাড়াও উপজেলা সদরের সাথে যোগাযোগের জন্য এ ইউনিয়নবাসীর চলাচলের কারণে সড়কটির গুরুত্ব অনেক বেশী।
এ সড়ক দিয়ে মুমূর্ষু কোনো রোগীকে উপজেলা কিংবা জেলা শহরে যানবাহনে করে চিকিৎসার জন্য নিতে হলে ঝাঁকুনিতে রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যায় তাছাড়া বৃষ্টির মৌসুমে চলাচলের জন্য রাস্তাটি সম্পুর্ন অনুপযোগী হয়ে যায়।
সড়কটি মেরামত না করায় অনেক দিন ধরেই ভুক্তভোগীর শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবং মুমূর্ষু রোগীরা।
