১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

বরিশালের মুলাদীতে পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূকে মারধর।।

নিজস্ব প্রতিবেদক ।।।  বরিশালের মুলাদী উপজেলা পূর্ব শত্রুতার জের ধরে কাঞ্চনমালা বেগম (৫০) নামের এক গৃহবধূকে মারধর করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে ।

 

সোমবার দুপুর ১ টায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে ।  আহতগৃহবধূ ওই থানার লক্ষীপুর গ্রামের বাসিন্দা মোঃ আতাহার বেপারীর স্ত্রী । 

বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা অর্থপেডিক্স ওয়ার্ড এ চিকিৎসাধীন রয়েছে । 

আহত সূত্রে জানা যায়, কাঞ্চনমালার আপন ভাই হেল্লাল খা দীর্ঘদিন যাবত কাঞ্চনমালা’র পরিবারের উপরে তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে হামলা ও মারধর করে আসছে ।
হেলাল খা সকল আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তার পৈত্রিক সম্পত্তি একাই ভোগ দখলে চেষ্টা করে । হেলাল তার কোন বোনদের খোঁজখবর নেয় না ।
 ঘটনার দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয় । এসময় এক পর্যায় হেলাল খা ও তার স্ত্রী মাহমুদা বেগম সহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসী কাঞ্চনমালার উপরে হামলা করে ।
এসময় তাদের লাঠির আঘাতে ডান হাত ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ও সারা শরীরে নীলা ফুলা জখম হয়।
পরে স্থানীয়রা তার চিৎকার শুনে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ