১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালের শায়েস্তাবাদে কৃষক কে মারধর ।।

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক।। বরিশালের শায়েস্তাবাদে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আশ্রাব আলী সিকদার (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় তার সাথে থাকা নগদ ১ লাখ ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার সকাল ৭ টায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত কৃষক শায়েস্তাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড কামারপাড়া গ্রামের বাসিন্দা মৃত ওহাব আলী সিকদারের ছেলে।

স্থানীয়রা আহত জাকির হোসেন মুন্সী কে অচেতন অবস্থায় উদ্ধার করে নলছিটিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহত সূত্রে জানা যায়, আশ্রাব আলী সিকদারের সাথে প্রতিপক্ষের জমিজমা নিয়ে দীর্ঘ কয়েক বছর যাবত বিরোধ চলে আসছি। বিভিন্ন সময় বাড়ির ভেতরে ঢুকে গাছপালা ফল-ফলাদি পুকুরের মাছ জোরপূর্বক ভাবে নিয়ে যায়। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনার দিন পুনরায় গাছ নেয়ার চেষ্টা করলে ভুক্তভোগী বাঁধা প্রদান করে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে মকবুল হাওলাদারের নির্দেশে লেদু হাওলাদার , মোজাম্মেল সিকদার ,শিপন ,কুদ্দুস সহ অজ্ঞাত ৫/৭ জন পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়।

পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিম ভর্তি করে।
এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

সর্বশেষ