অনলাইন ডেস্ক :: বরিশাল ব্যানার অপসারণ কন্দ্রে করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে তার নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যদের গুলিতে দুই আওয়ামী লীগ নেতার চোখ নষ্ট হয়ে গেছে। তারা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন বলে জানিয়েছেন মুলদী পৌরসভার মেয়র শফিকুজ্জামান রুবেল।
শনিবার (২১ আগস্ট) বিভাগের পৌর মেয়রদের আয়োজনে বরিশাল ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে শফিকুজ্জামান রুবেল বলেন, ‘বুধবার (১৮ আগস্ট) দিনগত রাত সাড়ে ৯টায় বরিশাল সদরের ইউএনওর বাসভবনে সিটি করপোরেশনের কর্মীরা নিয়মিত কাজের অংশ হিসেবে ব্যানার অপসারণ করতে গেলে তিনি (ইউএনও) তাতে বাঁধা দেন। এ নিয়ে সিটি করপোরেশনের কর্মচারীদের সঙ্গে বিরোধ দেখা দিলে ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনিরুল ইসলাম মনির এবং মহানগর যুবলীগ নেতা তানভীর সেখানে যান।’
‘এ সময় ইউএনওর নির্দেশে আনসার সদস্যরা আওয়ামী লীগের নেতাকর্মী ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর গুলিবর্ষণ করলে মনিরুল ইসলাম ও তানভীরের চোখে গুলি লাগে। তাদের উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ আগস্ট) দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন উভয়ের চোখ নষ্ট হয়ে গেছে। ’
এ ঘটনার সঠিক বিচার চেয়ে শফিকুজ্জামান রুবেল বলেন, ‘যারা অকারণে গুলি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্ধ করে দিয়েছেন তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’