বরিশালে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। রোববার বিকালে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের হেলিপ্যাড সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাকেরগঞ্জের বাসিন্দা ইজিবাইক চালক কুদ্দুস মোল্লা (৫০) এবং মোটরসাইকেল চালক পিরোজপুর জেলার বাসিন্দা আরিফুল ইসলাম (২৪)।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন।
উন্নত চিকিৎসার জন্য ইজিবাইক চালক কুদ্দুস মোল্লাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয় বলে জানান তিনি।