৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশালে ইজিবাইক উল্টে স্যানিটারি ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে ফজল খান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল সদর উপজেলার লাকুটিয়া সড়কের সারসী এতিমখানা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলু খান বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকার বাসিন্দা। তিনি পেশায় স্যানিটারি ব্যবসায়ী।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, দুপুরে ফজুল খান মালামাল নিয়ে বরিশাল থেকে নিজ বাড়ি যাওয়ার সময় লাকুটিয়া এলাকায় রাস্তা ভাঙা থাকায় ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ