হিজলা (বরিশাল) প্রতিনিধি :: ইট বহনকারী ট্রলি গাড়ি কেড়ে নিল ফুটফুটে এক তাজা প্রাণ। বরিশালের হিজলা উপজেলায় ইট বহনকারী ট্রলি গাড়ির সাথে ধাক্কা লেগে ৭ বছরের একটি শিশু ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের মান্দ্র বাজারের পূর্বপাশে আকরাম সিকদারের বাড়ির সামনে (২৪ এপ্রিল) শনিবার সকাল ৮ টার দিকে মাইদুল চোকিদারের ছেলে ইব্রাহিম এ দুর্ঘটনার শিকার হয়।
বিষয়টি নিশ্চিত করেন, হিজলা থানা পুলিশের এস আই আরিফ। তিনি জানান, শিশু ইব্রাহিম ইট বহনকারী ট্রলি গাড়িতে উঠতে লাগলে সাইট কাভারে ধাক্কালেগে পরে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। গাড়িটি উদ্ধার করলেও ড্রাইভার পালিয়ে যায়।