শামীম আহমেদ :: বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামে এক সন্তানের জননী টুম্পা রানী মন্ডল (২৩) বিষপান করে আত্মহত্যা করেছে। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের স্বপন মন্ডলের স্ত্রী এক সন্তানের জননী টুম্পা রানী মন্ডল দাম্পত্য কলহের কারণে বুধবার সকালে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।