নিজস্ব প্রতিবেদক ::: আগামী বছরের এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপিও প্রদান করে তারা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর কাশিপুরস্থ বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে ‘এসএসসি ২৫ পরীক্ষার্থী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
এর আগে একইদিন সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরীর নথুল্লাবাদ এলাকায় জড়ো হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গেলে গেটে দায়িত্বরত আনসার সদস্যরা গেট বন্ধ করে দেয় এতে ক্ষুদ্ধ হয়ে শিক্ষার্থীরা বোর্ডের সামনে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু করে। প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সড়কের দুপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে চরম ভোগান্তিতে পরে যাত্রীরা। পরে বোর্ড চেয়ারম্যানের মাধ্যমে অন্তবর্তীকালীন শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার পর সড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, করোনা ভাইরাস, বন্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ঘটনা মোকাবেলা করে সর্ম্পূণ সিলেবাস পরীক্ষার প্রস্ততি নেওয়া সম্ভব হচ্ছে না। দুই বছর ধরে করোনা ও পরের বছর ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ঠিকঠাক ক্লাস হয়নি। এর পরের বছর জাতীয় নির্বাচনের কারণে দুই মাস পড়াশোনার ক্ষতি হয়। এরপর থেকে আবার কোটা আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বন্যা। সব মিলিয়ে বাকি ৪ মাসে পুরো সিলেবাস শেষ করা সম্ভব না।
এসব কারণে শিক্ষাব্যবস্থা ব্যহত হওয়ায় সব বোর্ডে সংক্ষিপ্ত সিলেবাস এবং ৫০ নম্বরে পরীক্ষা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, আমরা অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে সংক্ষিপ্ত সিলেবাস এবং ৫০ নাম্বরে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি। আর তাই আজ বোর্ড চেয়ারম্যানের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছি।
এ সময় বরিশাল জিলা স্কুল, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, অক্সফোর্ড মিশন মাধ্যামিক বিদ্যালয়, ব্রজমোহন মাধ্যমিক বিদ্যালয়, নুরিয়া স্কুল, টাউন মাধ্যমিক বিদ্যালয়আছমত আলী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিলো।