৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বরিশালে এসেছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ

নিজস্ব প্রতিবেদক :: বিশেষ হিমায়িত গাড়িযোগে বরিশালে দ্বিতীয়বারের মতো ৫১ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসেছে। আজ (৭ এপ্রিল) বুধবার সকাল দশটায় এই ভ্যাকসিন জেলা সিভিল সার্জন অফিসের ভ্যাকসিন সংরক্ষণাগারে রাখা হয়েছে। এসময় সংলিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, ৫টি প্যাকেটে ৫১ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। এপ্রিল মাসের আট তারিখ থেকে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। এর পাশাপাশি প্রথম ডোজের টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকেও এ টিকা দেয়া হবে।

তিনি আরো জানান, বরিশাল জেলায় ৭৬ হাজার ৪৫৪ জন করোনার প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ