নিজস্ব প্রতিবেদক :: বরিশালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৯ জন। এনিয়ে বরিশালে করোনায় ২৪৪ জনের মৃত্যু এবং আক্রান্ত হলেন ১৩ হাজার ৬৩২ জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীর দুমকী উপজেলা হাসপাতালে চল্লিশোর্ধ্ব একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২৪৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ১৪৫ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস মুঠোফোনে জানান, নতুন করে ১২৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ফলে বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৬৩২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় বরিশালে নতুন আক্রান্ত হয়েছেন ৪৯ জন, পটুয়াখালীতে ১৯ জন, ভোলায় ২৯ জন, পিরোজপুরে ১২ জন, বরগুনায় ৮ জন এবং ঝালকাঠিতে ১২ জন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (সোমবার) শেবাচিমের করোনা ইউনিটে ১৭ জন ভর্তি হন। যাদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত। এ সময় করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। করোনা ওয়ার্ডে এখন ১০৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ৩৮ জন আক্রান্ত আছেন।’