শামীম আহমেদ :: বরিশালে নির্মিত হতে যাচ্ছে স্বল্প দৈর্ঘ চলচিত্র ‘কুড়িয়ে পাওয়া সিম’। চলচিত্রের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকালে বগুড়া রোডস্থ মল্লিকা কিন্ডার গার্ডেন স্কুলে সুটিং মহড়ার ফিতা কেটে উদ্বোধন করেন চলচ্চিত্রের কলাকৌশলী ও শিল্পীরা।
স্বল্প দৈর্ঘ চলচিত্রের স্কিপ সূত্রে জানা গেছে- প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালে এবার সত্য ঘটনা অবলম্বনের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচিত্র নির্মিত হতে যাচ্ছে ‘কুড়িয়ে পাওয়া সিম’। বরিশালের বিভিন্ন লোকেশনে একঝাক পুরাতন ও নতুন মুখের শিল্পীদের সমন্বয়ে চলচিত্রটি দর্শকদের উপহার দিতে তরুন ও মেধাবি নির্মাতা শহিদুল ইসলাম ইমন বলেন, সময়োপযুগী সত্য ঘটনা অবলম্বনে নেয়া গল্প নির্ভর একটি চমৎকার সৃস্টি। চলচ্চিত্রটি নিয়ে আমি আশাবাদি।
চলচিত্রটির শুটিং ১২ ডিসেম্বর শুরু হবে। সে উপলক্ষে শুক্রবার বিকাল ৩টায় নগরীর মল্লিকা কিন্ডারগার্ডেনে মহড়া অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করা হয়। এ সময় উপস্তিত ছিলেন চলচিত্রটির সংশ্লিষ্টরা সকল কলা কৌশলী শিল্পিরা।
বাস্তব জীবনে অপরের সিম বা মোবাইল ব্যবহার করতে গিয়ে কতো বড় বিপত্তি বা বিরম্বনা হতে পারে তা এ গল্পে ফুটে উঠেছে। গল্পটি লিখেছেন সময়ের প্রতিশ্রুতিশীল নাট্যলেখক সাংবাদিক ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক কোষাধ্যক্ষ আরিফ সুমন। স্বল্প দৈর্ঘ চলচিত্রে অভিনয় করেছেনবরিশালের সাংস্কৃতিক জগতের চেনা মুখ সিরাজুল মনিম টিটু, মশিউর রহমান পল্টন, আরিফ সুমন, তাসনিম সেহতাজ, জান্নাতুল পিয়া, অভি, মনিকা চৌধুরী, সৈয়দ মুরসালিন রিমেল, অভিষেক চক্রবতি, হুমায়ুন কবির, শুভ্রা সাহা, ফিরোজা ফরিদ, রফিকুল ইসলাম, রিক্তা দাস, সুসমিতা সহ আরো অনেকে।
শিক্ষক ও শিক্ষাব্যবস্থার অসংগতি নিয়ে গনঅর্থায়নে নির্মিতব্য পূণদৈর্ঘ্য চলচ্চিত্র দি মাষ্টার এর প্রস্তুতিমূলক বেশকিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ এর প্রস্তুতি হিসাবে চলচ্চিত্রটি নির্মার্ণ করছেন নির্মাতা। দীর্ঘ ১ মাস গ্রুমিং রির্হাসেল এর মধ্য দিয়ে প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টরা নির্মানে নেমেছেন বলে জানাগেছে।