নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের গৌরনদীতে ব্যাটারিচালিত রিকশা চোর সন্দেহে পিটিয়ে এক যুবককে হত্যা করেছে স্থানীয়রা। রোববার রাতে উপজেলার চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওড়া গ্রামে ওই যুবককে গণপিটুনির পর সোমবার সকালে তিনি মারা যায়।
অজ্ঞাত ওই যুবকের আনুমানিক বয়স ২৫। তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, রোববার রাতে পশ্চিম শাওড়া গ্রামের মনির বেপারীর ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে আসে দুইজন। গৃহকর্তা টের পেয়ে ডাকচিৎকার দিলে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের ধাওয়া দেয়। এর মধ্যে একজন পালিয়ে গেলেও অজ্ঞাত যুবক ধরা পড়ে। তখন স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়।
খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, অজ্ঞাত ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে সেই মামলা নেওয়া হবে। আর পরিবারের খোঁজ না পেলে স্থানীয় চৌকিদারকে বাদী করে মামলা করা হবে।