নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরী কাউনিয়া থেকে জামায়াতের পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জুন) দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয় বলে কাউনিয়া থানার ওসি জানিয়েছেন।
আটককৃতরা হলো- নগরী কাউনিয়া থানা জামায়াতের সেক্রেটারী আব্দুর রহমান, নগরীর ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি ফেরদৌস গাজী, একই ওয়ার্ডের সেক্রেটারি মো. ইব্রাহিম ও সক্রিয় কর্মী সাইফুল ইসলাম।
কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, নগরীর কাউনিয়া সাধুর বটতলা এলাকার হাওলাদার মঞ্জিলের দ্বিতীয় তলায় একটি বাসায় জামায়াতের নেতারা গোপন বৈঠক করে। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছেন ওসি।