রাসেল কবির: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা ৫ ইউনিয়নের গ্রাম গঞ্জে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় ২ দিন যাবৎ শতশত পরিবার গৃহবন্ধি হয়ে পড়েছে। গত ২ দিন যাবৎ পূর্নিমায় জোয়ারের কারনে প্রায় ৫ ফুট পানি বেড়ে গিয়ে চরাঞ্চলের রাস্তাঘাট, পুকুর, ডোবা ভরে গেছে। গৃহ পরিবার ঘর বন্ধি হলেও ক্ষতি হয়েছে পারিবারদের। জোয়ারের পানি বেড়ে যাওয়ায় পুকুর তলিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। চরাঞ্চলে গৃহপালিত গরু, ছাগলের খাবার সংকট দেখা দিলেও পানি বেড়ে যাওয়ায় বসত ঘরে বাধতে হয়েছে। পন বরজে পানি প্রবেশ করে পানের ব্যপক ক্ষতি হচ্ছে পান চাষিদের লোকাসান হওয়ার আশঙ্খা দাবী করছে স্থানীয় পান চাষিরা। পান বরজে পানি আটকে পড়ে পানের গাছ মরে যায় কিন্তু ক্ষতি পূরন তাদের ভাগ্যে কথনও জুটেনাও বলে জানায়। জয়নগর ইউনিয়নের কয়েকটি গ্রাম ঘুরে জোয়ারের পানির দৃশ্য দেখা গেলেও ঘর বন্ধিরা জানায় পূর্নিমার জোয়ারে পানি বেড়ে গেলেও এছাড়া বছরে কয়েক ধাপে পানি বেড়ে গেলে ক্ষতি হলেও স্থানীয় জনপ্রতিনিধি কেউ আমাদের খবর নেয়নী।
