বরিশাল বাণী: বরিশালের গৌরনদীতে বালুবাহি ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে জুলহাস হাওলাদার (৫৫) নামে ইজিবাইক চালক নিহত হয়েছেন। সে উজিরপুর উপজেলার সাতলা এলাকার মাজেদ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গৌরনদী স্টেশানের অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে ইজিবাইক চালক জুলহাসকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান তারা। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জুলহাসকে মৃত বলে ঘোষণা করেন।
