১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বরিশালে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় বাসুদেব মুখার্জি (৭২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, বাসুদেব মুখার্জি ডায়াবেটিকস রোগী হওয়ায় প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন। রাস্তা পার হওয়ার সময় তাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই বাসুদেবের মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রাকটি ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ