২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

বরিশালে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত সদস্য আটক

বরিশাল বাণী: বরিশালের হিজলায় দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড । বৃহষ্পতিবার (১৪ অক্টোবর)সকাল ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান।

এরআগে বৃহষ্পতিবার রাত সোয়া ১২ টার দিকে হিজলা উপজেলাধীন মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে ওই ডাকাতদলকে আটক করা হয়।

কোষ্টগার্ড জানায়, গতকাল রাতে বিসিজি স্টেশান হিজলা এবং উপজেলা মৎস কর্মকর্তা “মা ইলিশ সংরক্ষন অভিযান -২০২১” উপলক্ষে যৌথ অভিযানে গমন করে। অভিযান শেষে টহলদল মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে বিসিজি স্টেশান হিজলায় যাওয়ার পথে রাত সোয়া ১২ টার দিকে একটি নৌকাযোগে ১০ সদস্যের একটি ডাকাতেরদল ডাকাতির উদ্দেশ্যে ৪ টি রামদা ও দেশীয় অস্ত্রসহ আক্রমণ করতে উদ্যত হয়।

এসময় কোস্ট গার্ড টহলদল ১০ জন ডাকাতকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, ৪টি দেশীয় রামদা, ২ টি দেশীয় দা, ৭ টি মোবাইল ফোন ও ১টি টর্চ লাইট জব্দ করে।

পরবর্তীতে আটককৃত ১০ জন ডাকাতকে জব্দকৃত মালামালসহ হিজলা থানায় হস্তান্তর করা হয় ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ