নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বানারীপাড়ায় উত্তরকুলে আ. রহিম নামের এক প্রাইভেট শিক্ষককের বিরুদ্ধে নবম শ্রেণীর ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হওয়ার পাশাপাশি বিষয়টি মুখরোচক আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে। ওই এলাকায় এটিই এখন ‘টক অব দ্য নিউজ’।
এদিকে ওই ছাত্রী’কে ফিরে পেতে তার পিতা মনির হোসেন বাদি হয়ে ৩১ মে সোমবার সকালে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মকবুল বেপারির ছেলে আঃ রহিম এলাকার ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়ান। স্থানীয় উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী (১৪) তার কাছে প্রাইভেট পড়তেন। ওই ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে রহিম ২৯ মে দুপুরে এলাকা থেকে পালিয়ে যায়।
লম্পট রহিম বিবাহিত । তার স্ত্রী ও একটি ৭ বছরের ছেলে রয়েছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি অভিযুক্ত প্রাইভেট শিক্ষককে গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধার করার চেষ্টা চলছে।