নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরার কুডির ”খা” পোল সংলগ্ন ২ নং মুকুন্দপট্টি গ্রামের মল্লিক বাড়ির পুকুর থেকে জুম্মান মল্লিক (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন কাউনিয়া থানা পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য ইমরান হোসেন সোহাগ আমার জানায়, নিহত ব্যাক্তি ২ নং মুকুন্দপট্টি গ্রামের ইউসুব মল্লিকের ছেলে জুম্মান মল্লিক।
সকালে জুম্মানের মা মঞ্জুরা বেগম পুকুরে মুখ ধুতে গেলে হঠাৎ তার চোখে পড়ে তার ছেলে জুম্মান পানিতে ভাসমান অবস্থায় পড়ে আছে। তখন তিনি ডাক চিৎকার শুরু করলে বাড়ির লোকজন ছুটে এসে জুম্মানের মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন কাউনিয়া থানা পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, খবর শুনে এসি স্যারসহ আমরা ঘটনাস্থলে এসেছি। তবে তদন্ত শেষ না হাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না মৃত্যুর রহস্য। নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।