২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশালে ফুটপাতের দোকানের আড়ালে রমরমা ইয়াবা ব্যবসা

বরিশাল বাণী: বরিশালে ফুটপাতের দোকানের আড়ালে বিক্রি হচ্ছে ইয়াবা। এ ব্যবসা করে কেউ হয়েছেন রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ। এদিকে ধ্বংস হচ্ছে যুব সমাজ।  মুলাদী উপজেলার মুলাদী বন্দর ব্রিজ সংলগ্ন ৩ নং ওয়ার্ডে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীরা এভাবেই কৌশলে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

সূএে জানাগেছে, র্দীঘ দিন যাবৎ ইয়াবা ব্যবসা করে আসছে প্রশাসন কে ফাঁিক দিয়ে। অভিযোগ রয়েছে ইয়াবা সেবন কারীরা  বটের দোকানে বট খেতে এসে ইশারায় কথা হয় কত পিচ চোখের আড়ালে ইয়াবা নিয়ে ছটকে পড়ে যায় সেবন কারীরা। অপর দিকে ইয়াবা বিক্রি করে আঙ্গুল ফুলে কলা গাছ বণে যাচ্ছে বট ব্যবসায়ী।  আবার সরবরাহের জন্য ইয়াবা বিভিন্ন স্থানে দিয়ে আসে এবং মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে। মুলাদী উপজেলায় সর্বএ ছড়িয়ে পড়ছে ইয়াবা নাম মরন নেশা। এই নেশার ফলে প্রতি নিয়ত ঘটছে র্দূঘটনা

বিভিন্ন সূএে জানাগেছে সেবন কারীরা টাকা সংগ্রহের জন্য প্রতিনিয়ত সংসারে করছে আতিœয় পরিজনদের মারপিট সহ অকথ্য ভাষায় গালন্দ। সেবনের টাকা সংগ্রহে ব্যর্থ হলে অনেকের সংসার ভেঙ্গে স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই, বোনদের করছে অত্যাচর সেবনকারীদের হাতে।

স্থাণীয়দের অভিযোগ, মুলাদী ইয়াবা ব্যবসায়ী দেরকেকে আইনের গেড়াঁকলে এনে জিঞ্জাসা বাদ করলে বের হয়ে আসবে ইয়াবা ব্যবসায়ীর মূল হোতার নাম। মরন নেশা ইয়াবা থেকে পরিএান পেতে হল অচিরেই ইয়াবা ব্যবসা মুলাদী প্রশাসনের মাধ্যমে বন্ধ করতে হবে ও অভিমত করেন সুশীল সমাজের লোকজন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ