১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

শামীম আহমেদ, বরিশাল :

শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশের জন্য প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধিও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

(আজ ১০,ই আগস্ট) বৃহস্পতিবার সকাল ১০ টায় বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, শহীদ আবদুর রবসেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল বিভাগীয় পর্যায়ে জাতির পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল র্টুনামেন্ট-২০২২” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর সংসদ সদস্য ও পাণি সম্পদ প্রতিমন্ত্রী, কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, এমপি। গেষ্ট অব অনার ছিলেন নবনির্বাচিত বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম, পিপিএম, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল, প্রফেসর আব্বাস উদ্দিন খান, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত কমিশনার আহসান হাবীব ও সাবেক বিভাগীয় ক্রিয়া সংস্থা সভাপতি আসাদুজ্জামান খসরু প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন । শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন প্রধান অতিথি। পরে সংক্ষিপ্ত এক আলোচনা পর্ব শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে বিভাগীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।

পরে উদ্বোধনী ম্যাচে মাঠে ভোলা বাংলাবাজার ফাতেমা খানম কলেজ ০১ গোলে ঝালকাঠী রাজাপুর ডিগ্রি কলেজকে পরাজিত করে। অপর খেলায় পিরোজপুরের পাড়েরহাট রাজলক্ষী মাধ্যমিক বিদ্যালয় কলেজ ০১ গোলে পটুয়াখালীর সুবিদপুর সরকারি কলেজকে পরাজিত করে। টুর্ণামেন্টে বরিশাল বিভাগের ৬ জেলা থেকে ১২টি কলেজ খেলায় অংশ গ্রহন করে।

অপরদিকে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ১৩ ও ১৪ই আগস্ট বয়স ভিত্তিক ১৪,১৬ ও ১৮ সকল ক্রিকেট খেলোয়ার সদস্যদের সকাল সাড়ে ৮টায় প্রাথমিক বাছাই পর্বে উপস্থিত থাকার আহবান করেন বরিশাল জেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব মঞ্জুরুল আহসান ফেরদৌস।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ