৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশালে বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :: ইংরেজী নতুন বছরের প্রথম দিন বরিশালে অনুষ্ঠিত হলো বই উৎসব। সীমিত পরিসরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই। বছরের প্রথম দিন কয়েকটি শ্রেণির শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়। আগামী কয়েক দিনের মধ্যে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কথা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

আজ শুক্রবার পহেলা জানুয়ারি সকাল ১০টায় নগরীর মল্লিকবাড়ি রোডের সিস্টারস্ ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ সময় জেলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব অনুষ্ঠিত হয়। সীমিত আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অধ্যক্ষ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম। দীর্ঘ প্রায় সাড়ে ৯মাস পর করোনার কারণে বন্ধ স্কুলের আঙিনায় পা রাখতে পেরে উচ্ছ্বাসিত শিশুরা। সেই সাথে বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে বেজায় খুশি। বছরের প্রথম দিন থেকেই নতুন বই পড়া শুরু করার কথা জানায় শিশুরা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার বলেন, জেলায় ১ হাজার ৫শ’ ৯৪ প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৩২ হাজার শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য ১৩ লাখ নতুন বই এসেছে। আগামী ২ দিনের মধ্যে শতভাগ শিশুর হাতে বই তুলে দেওয়ার কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশে কোভিড পরিস্থিতির মধ্যে সীমিত পরিসরে কিছু সংখ্যক শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়ার কথা জানান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। আগামী কয়েক দিনের মধ্যে পর্যায়ক্রমে সকল ক্লাশের শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়ার কথা বলে তিনি।

এদিকে জেলায় ৭শ’ ৯৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ লাখ ৯৪ হাজার ৫শ’ ৩৪জন শিক্ষার্থীর জন্য নতুন বইয়ের চাহিদা ২৮ লাখ ১৯ হাজার ১শ’ ৫০টি। এর মধ্যে গতকাল পর্যন্ত ৯ লাখ ২১ হাজার ৮শ’ ৪৩টি নতুন বই এসে পৌঁছেছে। যা মোট চাহিদার ৩২.৭০ ভাগ।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ