নিজস্ব প্রতিবেদক ::: ‘হৃদয়ে বাংলাদেশ’কে ধারণ করে ২৫ বছরে পদার্পণ করলো দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আই। পথ চলার ২৪ বছর পূর্ণ করে ২৫ বছরে যাত্রা শুরু করেছে চ্যানেল আই। দিবসটি পালন করতে রবিবার বরিশাল ক্লাবে এক বর্ণাঢ্য আয়োজন করে বরিশাল চ্যানেল আই অফিস।
বৃক্ষরোপনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কর্যক্রম। পরে অতিথিদের উপস্থিতিতে র্যালি অনুষ্ঠিত হয়। এরপর চ্যানেল আই প্রতিনিধি সাঈদ পান্থর সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঁইয়া, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার অহিদুল ইসলাম, বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্বাসউদ্দিন খান, বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলতাব হোসেন ভুলু, বিএনপি’র কেন্দ্রীয় সদস্য এবাইদুল হক চান, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মহসিন উল ইসলাম হাবুল, জাসদের যুগ্ম সম্পাদক মোঃ মহসিন, ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নিলু, বরিশাল বিএম কলেজ প্রিন্সিপাল গোলাম কিবরিয়া, বরিশাল সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি শাহ সাজেদা, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশালের সাবেক সাংসদ মনিরুল ইসলাম মনি, সাবেক সাংসদ শেখ টিপু সুলতান, র্যাব ৮ এর কমান্ডিং অফিসার মাহাবুবুর রহমান, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. সাইফুল ইসলাম, সাবেক পরিচালক ডা. নিজাম উদ্দিন ফারুক, বিভাগীয় তথ্য অফিসার জাবেদ ইকবাল, জেলা তথ্য অফিসার রিয়াদুল ইসলাম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প রাণী চক্রবর্তী, বরিশাল প্রেসক্লাবের সিনিয়র নেতা নুরুল আলম ফরিদ, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্ন, এনজিওদের সংগঠন এডাবর সভাপতি কাজী জাহাঙ্গীর কবীর, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবীর জাহিদ, বরিশাল টেলিভিশন মিডিয়ার সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহীন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহা, সবুজ আন্দোলন সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সম্পাদক অ্যালবার্ট রিপন বল্লভ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সম্পাদক মিন্টু কুমার করসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানায় চ্যানেল আইকে।
এক পর্যায়ে মানুষের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানের স্থল। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে জন্মদিন উদযাপন করা হয়।