নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশঙ্খলা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় বিশেষ করে প্রবেশদ্বারগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। একই সাথে সমাবেশস্থল শহরের জিলা স্কুল এলাকা চারদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা। পাশাপাশি আশপাশ এলাকায় পুলিশের জলকামান ও রেকার নিয়েও পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জিলা স্কুল মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ (বীর বিক্রম)। এ ছাড়াও স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দেবেন বলে জানা গেছে।
এই আয়োজনকে ঘিরে বিরোধীদল বিএনপির নেতাকর্মীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি জন্ম দিতে না পারে সেলক্ষে পুলিশ সদস্যদের শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়।
বেলা ১২ টার দিকে সরেজমিনে দেখা গেছে- জিলা স্কুলে প্রবেশ পথ বান্দরোড, আমতলার মোড়, কাকলির মোড়, শহীদ মিনারসহ আশপাশ এলাকাগুলোতে পুলিশের সদস্যরা নিয়োজিত আছেন।
এর বাইরে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে জিলা স্কুলে মূল ফটকে লাঠি হাতে অবস্থান নিয়ে থাকতে দেখা গেছে। পাশেই রাখা হয়েছে পুলিশের একটি জলকামান এবং রেকার।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, এখন পর্যন্ত সার্বিক পরিবেশ পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। যদি কেউ এই সমাবেশ থেকে বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করতে চায় পুলিশ তাহলে প্রতিরোধে কঠোর ভুমিকা রাখবে।
এদিকে বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে- সমাবেশকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলার উদ্দেশ্য তাদের নেই। দুপুরের পর এখানে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তৃতা দেবেন। ইতিমধ্যে তারা রওনা হয়ে বরিশালের কাছাকাছি এসে পড়েছেন।
নেতাকর্মীদের অভিযোগ, পুলিশ এবং ক্ষমতাসীন দলীয় লোকজন রাজধানী ঢাকা থেকে আগত নেতাদের পথে পথে বাধা সৃষ্টি করছে।’