নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি দলীয় কার্যালয়ের সামনে থাকা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানান গেছে, এক দফা দাবিতে বেলা ১১টা থেকে ব্রজমোহন কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর নথুল্লাবাদে বরিশাল
ঢাকা মহাসড়কে অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি স্থাগিত করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেয় তাদের সঙ্গে।
অপর দিকে, জেলা ও মহানগর বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দরাও মিছিল আকারে উপস্থিত হয় কর্মসূচিতে।
নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে অবস্থানের কারণের দূরপাল্লা এবং অভ্যন্তরীন রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। অসহযোগ আন্দোলনের ফলে তূলনামূলক ব্যাংক বীমা অফিস আদালতে গ্রাহকদের উপস্থিতি কম ছিল।
এ দিকে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের মোটর সাইকেল মহড়া দিতেও দেখা গেছে নগরীতে। বেলা ১২টার দিকে বিএনপি অফিসে আগুন দিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। এ সময় পথচারির একটি মটরসাইকেলে আগুন দেয়। ছিড়ে ফেলে ব্যানার, ভাংচুর করা হয় চেয়ার টেবিল। পরে আগুন দেয় তারা। প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে স্থানীয়রা।